Description
ধর্মের ভিক্তিতে গড়ে ওঠা রাষ্ট্র পাকিস্তানে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালির জাতি সত্তা যে সংকটগুলো অতিক্রম করেছিলো, সেই একই সংকটের ঘূর্ণাবর্তে যেনো আমরা ঘুরছি। এতো বড় মুক্তিযুদ্ধ, এতো প্রাণক্ষয়, এতো সম্ভ্রম-সম্পদ বিনষ্টির সেই ভূত আমাদের ওপর ভর করেই আছে। সাতচল্লিশের দেশভাগের পরে ‘বাংলাদেশের কথাসাহিত্য’ নামে যে ধারাটি চালু হয়েছিলো তা আবার বাঁক নেয়। এই বাঁক তৈরিতে সৈয়দ শামসুল হক, আল-মাহমুদ, আবদুল মান্নান সৈয়দ, সেলিনা হোসেন, হুমায়ূন আহমেদ, কামরুজ্জামান জাহাঙ্গীর, মনিরা কায়েস, হাসান আজিজুল হক, হুমায়ূন আজাদ, জাকির তালুকদার সহ আরও অনেকেই ভূমিকা রেখেছেন। তাদের নিয়েই ‘এই সময়ের কথাসাহিত্য’ গ্রন্থটির পরিকল্পনা।
There are no reviews yet.