Description
ভূমিকা
সময়ের হাত ধরে বেড়ে ওঠা আমাদের এই বাসযোগ্য সমাজে সব রকম মানুষের অবস্থান, এক একজন মানুষ তাদের আলাদা আলাদা বৈশিষ্ট্য নিয়ে বসবাস করে। কারো কারো সামাজিক জীবনবোধ অত্যন্ত প্রখর আবার কেউ বা নাজুক স্বভাবের। দেশমাতৃকার জন্যে স্বাধীনতাকামী একজন মুক্তিযোদ্ধা যুদ্ধের ডামাডোল উপেক্ষা করে দেশকে কিভাবে স্বাধীনতা উপহার এনে দিয়েছিলো আর পরবর্তী সময়টাতে তার ব্যক্তি জীবনের স্বাধীনতাই বা পদে পদে কিভাবে আঁধারে নিমজ্জিত হয়েছে তারই বাস্তব কাহিনীচিত্র এখানে তুলে ধরা হয়েছে।
পবিত্র ভালোবাসাকে প্রতারণার ফাঁদে ফেলে তাকে কিভাবে অসম্মান করা হয় এবং একজন প্রগতিশীল জ্ঞান সম্পন্না নারীকে শুধুমাত্র নিজের স্বার্থসংশ্লিষ্ট আধিপত্য বিস্তার করতে গিয়ে নীরবে কেমন বেত্রাঘাত করা হয়েছে তা দেখানোর চেষ্টা করেছি।
নানা রকম ভুল ভ্রান্তিতে গড়া আমাদের এই নাগরিক জীবন, এখানের আলোকিত মানুষ নামে যারা খ্যাত শুধুমাত্র তাদেরই দ্বারা সমাজের নানান শ্রেণীপেশার মানুষ কিভাবে নির্যাতিত বা নিপীড়িত হয়ে থাকে, তার ক্ষুদ্রতম সাক্ষ্য হয়তো দিতে চেয়েছে আমার কলমের কালির আঁচড়। সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতা থেকেই আজকে আমার এই লেখার প্রত্যয়। সমাজের সকল চিত্র তুলে ধরতে পারবো না কিন্তু যদি এ লেখা কারো মনে ক্ষুদ্রকণা পরিমান ছুঁয়ে যেতে পারে তো নিজেকে ধন্য মনে করবো। গ্রন্থের প্রতিটি গল্পই বাস্তবতার ভিত্কে ছুঁয়ে লেখা, আমার অতি ক্ষুদ্রজ্ঞানে পাঠককে একটি নির্ভার লেখা উপহার দিতে চেয়েছি মাত্র। লেখায় ছোট বড় অনেক ভুলভ্রান্তি আছে, যদি জ্যোৎনার বৃষ্টিভেজা দৃষ্টি নিয়ে তা দেখেন! তো সারাকাল কৃতজ্ঞতা পাশে আবদ্ধ থাকবো। গল্পের সব রকমের ত্রুটি মার্জনীয়, সকলকে ধন্যবাদ।
There are no reviews yet.