Description
কঠোর পরিশ্রম ও একান্ত নিষ্ঠার মাধ্যমে মোজাম্মেল হক নিয়োগী ইত্যবসরে বাংলাদেশে লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সন্দেহাতীতভাবে বলা যায় যে, তিনি একজন বহুমাত্রিক লেখক। পেশাগত জীবনে তিনি এনজিও সেক্টরে প্রশিক্ষণ পটভূমিতে গত শতাব্দীর নব্বই দশক থেকে অদ্যাধি কাজ করছেন এবং তখনই প্রশিক্ষণ পরিচিতি বইটি লিখেন। প্রশিক্ষণ বিষয়ে রয়েছে নানা রকম কৌতূহল, আগ্রহ ও উদ্ভাবন এবং প্রশিক্ষণ ও সামাজিক গবেষণা বিষয়ক মোট সাতটি বই রচনা করেন। তন্মধ্যে দুটি বই ইংরেজিতে রচনা করেন। এদেশের অসংখ্য কর্মজীবী তাঁর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি ১৬০টি প্রশিক্ষণ ম্যানুয়াল প্রণয়ন করেছেন। চাকরি করেছেন দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠান হলো : সিসিডিবি, আইসিডিডিআরবি, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইউকে, সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল ইত্যাদি।
কিন্তু পেশাগত জীবনের বাইরে তিনি লেখালেখির বিস্তার ঘটিয়েছেন সাহিত্যাঙ্গনে। লিখেছেন কবিতা, ছড়া, গল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ। বড়োদের জন্য তাঁর রচিত একটি ট্রিলজিসহ ১৮টি উপন্যাস, কিশোর-কিশোরীদের জন্য রচিত ১৮টি উপন্যাস, শিশুতোষ গল্পের বই ষাটের অধিক, গল্পগ্রন্থ পাঁচটি , প্রবন্ধ/গবেষণা গ্রন্থ একটি। তাঁর রচনার প্রধান প্রতিপাদ্য বিষয় মুক্তিযুদ্ধ। তবে সামাজিক বিষয় ও সমকালীন জীবনবাস্তবতা তাঁর লেখাতে উজ্জ্বল। উপন্যাস ও গল্পের বিষয়আশয়ে রয়েছে নানান মাত্রিকতা।
There are no reviews yet.