Description
সরকার হুমায়ুন
সরকার হুমায়ুন ১ ফেব্রুয়ারি ১৯৬৫
জন্ম গ্রহন করেন। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বিরাশী গ্রামে তাঁর স্থায়ী নিবাস। তাঁর পিতা শামাউন মল্লিক এবং মাতা ফিরোজা বেগম ।
সরকার হুমায়ুন পেশায় একজন প্রকৌশলী। বিজ্ঞান লেখক হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি সায়েন্স ফিকশন, বিজ্ঞানছড়া, অনুবাদ, শিশুতোষ গল্প ইত্যাদি বিষয়ে লেখালেখি করেন। তার প্রকাশিত সায়েন্স ফিকশন গ্রন্হসমূহের মধ্যে এলিয়েন ও এলিনা(কালান্তর),এলিসার মঙ্গল অভিযান (শিশু কানন), কিরকিসিয়ার যুদ্ধ (সরলরেখা), রোবটশিশুর পিতামাতা (অনুপ্রাণন) এবং রোবটদের গল্প (অনুপ্রাণন) উল্লেখযোগ্য ।এছাড়াও তাঁর সম্পাদনায় আরও একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে ।
স্ত্রী সাজ্জাত ই জান্নাত হালিমা, পুত্র শামাউন মল্লিক হিমেল এবং সামিউন মল্লিক পরশকে নিয়ে সরকার হুমায়ুন ঢাকায় বসবাস করেন ।
There are no reviews yet.