সত্তর দশকের মুক্তিযুদ্ধের উপন্যাস : বিষয় ও শিল্পশৈলী – মোজাম্মেল হক নিয়োগী
একটি জাতির কাছে স্বাধীনতার চেয়ে বেশি গৌরবের আর কিছু থাকতে পারে না এবং একই সঙ্গে বলতে হয় স্বাধীনতা অর্জন করা সহজ কোনো কাজ নয়। ইতিহাস বলে, যে কোনো দেশের স্বাধীনতার জন্য প্রয়োজন আত্মত্যাগের দীর্ঘ বিপ্লব ও সংগ্রামের প্রেক্ষাপট, মানুষকে সহ্য করতে হয় নির্মম নির্যাতন এবং বরণ করতে হয় মৃত্যু। ব্রিটিশদের কাছ থেকে ভারতবর্ষকে স্বাধীন করতেও ধারবাহিক সংগ্রাম ও লক্ষ লক্ষ মানুষকে আত্মত্যাগ করতে হয়েছে এবং সহ্য করতে হয়েছে অকথ্য নির্যাতন। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ স্বাধীন হলেও ব্রিটিশদের হাত থেকে আজকের বাংলাদেশ বস্তত পাকিস্তানিদের কাছে পরাধীন ছিল। ১৯৪৮ সাল থেকে ভাষা আন্দোলনের দাবির ভিত্তিতে প্রথম সংগ্রাম ও বিপ্লবের সূত্রপাত হয় এবং এর ধারাবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচনের আওয়ামী লীগের একক সংখ্যা গরিষ্ঠতার বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার মহাসড়ক তৈরি হয় এবং ১৯৭১ সালে রক্ষক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষের প্রাণের এবং তিন লক্ষ নারীর অকথ্য নির্যাতন ও ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়। এই দীর্ঘ সংগ্রাম ও স্বাধীনতার প্রেক্ষাপটে প্রথম রচিত উপন্যাস কোনটি? মূলত এই প্রশ্নের উত্তর অনুসন্ধান করতে গিয়ে সত্তর দশকের চৌদ্দ জন লেখকের মোট উনিশটি উপন্যাসের ওপর লেখা হয় প্রবন্ধগ্রন্থটি। প্রতিটি প্রবন্ধে রয়েছে লেখক পরিচিতি, কাহিনি সংক্ষেপ, নির্মাণশৈলী এবং লেখকের মতামত। আশা করা যায় পাঠকরা উপন্যাসের সঙ্গে পরিচিতিসহ বিভিন্ন তথ্যাদিও জানতে পারবেন। পাঠককুল বইটি গ্রহণ করলে শ্রম সার্থক হয়েছে বলে ধরে নেব।
Sattar Dashaker Muktizuddher Upannas : Bishay O Shilposhoilee by Mozammel Haque Neogi
প্রশিক্ষণ সহায়ক পরিবেশ (প্রশিক্ষণ গেম) – মোজাম্মেল হক নিয়োগী
বিভিন্ন প্রশিক্ষণ সেশনে ও প্রশিক্ষণ কর্মসূচিতে কাজ করে আমার মনে হলো যে, বাংলাভাষায় একটি গ্রন্থ থাকা উচিত যা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও সৃষ্টিশীল, মননশীল ধারাবাহিকতায় শিল্পময় করে তুলতে পারে। এ’ছাড়া এই গ্রন্থটি প্রশিক্ষণকে একটু সামান্য হলেও সমৃদ্ধ করবে এবং বাংলা ভাষাভাষী প্রশিক্ষকদেরকে নতুনভাবে চিন্তার করার সুযোগ সৃষ্টি করবে। এরূপ ভাবনা থেকেই আমার এ গ্রন্থটি রচনা করি। আবার বলছি এটি কোন মৌলিক রচনা নয় বরং ধার করা গ্রন্থনা যা বাংলা ভাষাভাষীদের উন্নয়নের ধারাকে গতিশীল করার জন্য কিছু সহযোগিতা করতে পারবে বলে আমার বিশ্বাস।
এই গ্রন্থটি বাংলাদেশে ও ভারতে বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করে যখন যা দেখেছি ও শিখেছি তা আমি সংঘবদ্ধ করলাম। এর পিছনে আরও একটি কারণ আছে যে, বাংলাদেশের বিরাট একটি অংশ বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যক্রম অবিরাম উন্নয়নের ধারায় নিয়োজিত। এই বিরাট অংশের মধ্যে প্রশিক্ষণ কার্যক্রম উন্নয়নের ধারাবাহিকতায় প্রায় সমস্ত অংশে বিরাজ করছে বলে ধরে নেওয়া যায়। কারণ প্রতিটি উন্নয়ন সংস্থাই প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমেই জন মানুষের মানবিক গুণাবলীর বিকাশকে ভিত্তি করে অর্থনৈতিক উন্নয়নের জন্য এগিয়ে যাচ্ছে। এই ব্যাপক পরিসরে প্রশিক্ষণ কার্যক্রম পৃথিবীর আরও কোন দেশে আছে কিনা আমার ক্ষুদ্র জ্ঞানে ভাবতে পারি না অথচ এ দেশেই প্রশিক্ষণ উপযোগী বাংলাভাষায় তেমন উল্লেখযোগ্য গ্রন্থ নেই যা অবাক করে। আমার এই বইটি অনেক প্রশিক্ষককে বই লিখার জন্যও উৎসাহী করবে বলে আমার বিশ্বাস।
Proshikkhan Shyak Poribesh (Training Game) by Mojammel Haque Neogi