Description
আগাছার ইন্দ্রজাল
ডুবতে ডুবতে বেঁচে যাওয়া মানুষের মন
ঝুলে আছে বহুমুখী শৈশবের ডানায়,
তারই জোছনার নিচে যে সংসার বড়শিতে গাঁথা
তার কোনো অতল গোপনে
মিড় ভেঙে বসে আছে গান—
ঢেউ ভেঙে যাওয়া নদীতে ডিপ্রেশন
তীরে তীরে সুখটান, গড়ায় বিকেল
বাক্স-পেটরায় আগাছার ইন্দ্রজাল, মৌন উড়াল—
দূরে বুড়ো কুঠারের ছায়া, মঞ্চাধিক অভিনয়
অসুখের নিচে কার্নিভাল, হন্তারক স্মৃতি—
তবু আকাশের নিচে কত সব দৃশ্যের সিঁড়ি
পথে-প্রান্তরে, ভাগাড়ে আঘাটায়—
আগাছার কর্ডনে বহুমাত্রিক জলস্নেহ গড়ে আসে
চিন্তার ভেতরে বেড়ে ওঠে পাতায় মোড়ানো মুখ—
There are no reviews yet.