Description
অলোক আচার্য পেশায় একজন শিক্ষক। পাবনার বেড়া উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে ১৯৮৫ সালে জন্ম। ১৯৯৯ সালে বেড়া সরকারি বিবি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, বেড়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং ২০০৫ সালে সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা থেকে ব্যবস্থাপনা বিভাগে অনার্স ও ২০০৬ সালে মাষ্টার্স পাস করেন। এরপর যোগ দেন শিক্ষকতা পেশায়। স্থানীয় ও জাতীয় পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। পাশাপাশি লেখালেখি করা শখের বশে। তার প্রথম গল্পগ্রন্থ ‘ছুঁয়ে দেখা মেঘ ও অন্যান্য গল্প’ প্রকাশিত হয়েছে ২০২১ সালের বইমেলায়। এরপর ২০২৩ সালে প্রকাশিত হয় রহস্য গল্পগ্রন্থ ‘তৃতীয়জন’ এবং কিশোর গল্প সংকলন ‘স্কুলে এলিয়েন’। ২৫-এর বইমেলায় কিশোর উপন্যাস ‘ফেলুদার টাইম মেশিন’ এবং কাব্যগ্রন্থ ‘অরুণিমার নদীবুক ও অন্যান্য কবিতা’ প্রকাশিত হয়েছে। ভালোবাসি বই পড়তে। চেষ্টা করি অধিক বই পড়তে এবং লিখতে।


























There are no reviews yet.