Description
তিতিদের ঘরের পেছনে শিউলি গাছ। শিউলি ফুলের সুবাসে বাড়ির আঙিনা ভরে থাকে। সারারাত টুপ টুপ করে ফুল ঝরে। ফুলের সুবাস পেতে রোজ রাতে জানালা খোলা রাখে তিতি। আজ রাতেও জানালা খুলে রেখেছিল। শরতের স্নিগ্ধ বাতাস আর শিউলি ফুলের মিষ্টি সুবাসে খুশি মনে গুনগুনিয়ে গান গাইছিল তিতি। হঠাৎ একটা লোমশ হাত জানালা দিয়ে তিতির দিকে এগিয়ে আসে। ভয়ে কুঁকড়ে যায় তিতি। তিতির ভয় পাওয়া দেখে জানালার ওপার থেকে হিঁ হিঁ হিঁ শব্দে হেসে ওঠে। তিতি কাউকে না দেখতে পায় না। যেই জানালা বন্ধ করতে যাবে, ওমনি জানালার পাল্লা উধাও। জানালার ওপাশ থেকে আবার সেই হিঁ হিঁ হিঁ শব্দ…
There are no reviews yet.