Description
প্যারাট্রুপারের মতো কবির আঙুলে নেমে আসে কিছু কিছু মধ্যবিত্ত কবিতা। আর চুইংগামের আবছা গন্ধ ছড়িয়ে যায় ঘরময়। তখন কবি দেখেন, মেয়েদের চোখের মতো লেখাগুলোর তেজষ্ক্রিয়তা, জঙ্গলের পথের মতো সিঁথি, শীতবিকালের চেয়েও ছোট হাত। কিছুটা কবির মতো ক্যালাস ও কুঁড়ে হাবভাব। একটা মনখারাপি সকালের ভিতর থেকে বহুকষ্টে ওরা যেনো ছিটকে এসে থামে বাইরের আলোয়। তারপর কবি কাগজের নৌকায় করে ওদের ভাসিয়ে দেয় শহরময়।
There are no reviews yet.