মাছুম কামাল, জন্ম চাঁদপুরের শাহরাস্তিতে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক। সচেতনভাবে কবিতা লেখা শুরু ২০১২ সাল থেকে। প্রথম প্রকাশিত কবিতা ২০১৪ সালে ‘তারুণ্য’ নামে একটি শিল্পসাহিত্য-বিষয়ক ম্যাগাজিনে। এরপর বিভিন্ন লিটলম্যাগ, অনলাইন পোর্টাল এবং সামাজিক মাধ্যমে বেশকিছু কবিতা, গদ্য ছাপা হয়েছে বিভিন্ন সময়ে। প্রায় একদশকের সঞ্চিত কবিতার মধ্য থেকে বাছাইকৃত কবিতা নিয়ে লেখকের এটাই প্রথম বই। পেশাগত জীবনে আপাতত সাংবাদিক। আপাতত কেন সে গল্প অন্য কোথাও, অন্য কখনো করা যাবে।