ফাগুনদিনের আগুনরঙা মেয়ে,
একটি বিকেল কাটিয়ে দিলাম তোমার দিকে চেয়ে।
রেশমি চুলে ফুলের মুকুট পরে
কাচের চুড়ির রিনিকঝিনিক সুরে
মিষ্টি হেসে দাঁড়ালে যখন আমার হাতটি ছুঁয়ে
ওগো আগুনরঙা মেয়ে
বাতাস তখন তোমার হলুদ শাড়ি
উড়িয়ে ভিষণ করছে বাড়াবাড়ি
যেনো তুমি উড়ছো একটি হলুদ পক্ষী হয়ে।
ফাগুনরঙা মেয়ে
16
Feb2021
অন্তমিলের কবিতাটি ভালো লাগলো।