Description
স্বাতী চৌধুরী
জন্ম ৬ নভেম্বর ১৯৬৮। সুনামগঞ্জ জেলার মির্জাপুর গ্রামে মায়ের পিত্রালয়ে। পড়াশোনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে বাংলা ভাষা ও সাহিত্যে
এম এ। কবিতা দিয়ে লেখালেখি শুরু করলেও গদ্য লেখাতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। এ পযর্ন্ত প্রকাশিত গ্রন্থ সংখ্যা চার। তার মধ্যে তিনটি গল্পগ্রন্থ – গেরস্থের কন্যাবন্দী রাক্ষসপুরে (শ্রাবণ প্রকাশনী ২০০২) , সরোজিনীর সংগ্রাম ও একাত্তুরের গল্প- (সাহিত্য প্রকাশ ২০০৫ ) ও উদ্বাস্তু ( প্রকাশ পাবলিকেশন্স ২০২০ ) প্রকশিত উপন্যাস- বৃহন্নলা বাসের কাল (রিদম প্রকাশনী ২০১০)। গল্প উপন্যাস ছাড়াও নারী অধিকার নিয়ে স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিবন্ধ লিখে থাকেন। স্বাতী চৌধুরী সাহিত্যের পাশাপাশি সংগীতের অনুরাগী। তিনি নারী আন্দোলনের একজন সক্রিয় ও স্বেচ্ছাসেবি কর্মী হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। বতর্মানে তিনি বাংলাদেশ মহিলা পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য। ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে বসবাস করছেন।
There are no reviews yet.