Description
রেহানা বীথি ১৯৭৫ সালের ১ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলার মহাডাঙা গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। রাজশাহী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী থেকে এইচএসসি পাশ করার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি (অনার্স) এবং এমএলএম ডিগ্রী লাভ করেন। একজন আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন ২০০১ সালে এবং তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির তিনি একজন সম্মানিত সদস্য। ছোটবেলা থেকেই লেখালেখির প্রতি আগ্রহ জন্মালেও ২০১৬ সাল থেকে তিনি নিয়মিত লেখালেখি শুরু করেন এবং খুব অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেন। তিনি গল্প এবং কবিতা লিখিয়ে হিসেবে পাঠকমহলে বেশি সমাদৃত। তাঁর লেখা গল্প ও কবিতা দৈনিক সমকাল, দৈনিক ভোরের কাগজ, দৈনিক যায়যায়দিন, দৈনিক আজাদী ইত্যাদি ছাড়াও বিভিন্ন জাতীয় সাহিত্য ম্যাগাজিন এবং অনলাইনের পত্রিকায় প্রকাশিত হয়েছে। সাহিত্য চর্চার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন- ও কর্মকান্ডের সাথেও তিনি জড়িত। ২০২০ সালের একুশে গ্রন্থমেলায় অনুপ্রাণন প্রকাশনী থেকে তাঁর প্রথম গল্পের বই ‘আলো আসে ওখানেও’ প্রকাশিত হয়। তিনি দুই কন্যার জননী।
There are no reviews yet.