Description
মানুষ আর প্রকৃতির যুদ্ধে কে জেতে? যদি মানুষ জেতে, তাহলে প্রকৃতিও কি তার গৌরবের ভাগ পায় না? যদি প্রকৃতি জেতে, সেই বিজয় কি মানুষেরও নয়? মানুষ তো প্রকৃতির অংশ রীতিমতো। এখানে দাঁড়িয়ে বলা যায়, পাঠকের কাছে কে পক্ষ আর কে প্রতিপক্ষ, মানুষ না প্রাকৃতিক নিয়ম, তার বিচিত্র সংকটের গল্প ‘জঠর’। প্রকৃতি চায় সোমা তাৎপর্যশোভার মৃত্যু। প্রেমিক মোম হৃদয়ানুসারী তাতে বাধ সাধে। জমে ওঠে লড়াই। জঠর মূলত মোম আর সোমার হৃদয়বৃত্তির পরাবাস্তব গল্প। প্রকৃতির বিচিত্র পরিকল্পনা আর বিচিত্রতম উপায়ে তার রূপায়নের গল্প।
There are no reviews yet.