Description
সঙ্গীতা ইয়াসমিন।
পিতা ও মাতা- আব্দুস ছালাম হাওলাদার ও রহিমা ইয়াসমিন।
জন্ম ও শৈশব- বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলাধীন চিংড়াখালী গ্রামের ধুলিকাদায় তার বেড়ে ওঠা।
শিক্ষা- প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা চিংড়াখালীতেই সম্পন্ন করেন। তারপর খুলনা সরকারি মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়। সমাজবিজ্ঞানে স্নাতকোত্তরসহ রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ থেকে ব্যাচেলর অব এডুকেশন ও মাস্টার্স অব এডুকেশন ডিগ্রিলাভ। পরবর্তীকালে ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন।
কর্মজীবন- দীর্ঘ ১৬ বছর বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি উন্নয়ন সংস্থায় কাজ করেছেন। যার মধ্যে সেভ দ্য চিল্ড্রেন, কেয়ার বাংলাদেশ, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইউনিসেফ উল্লেখযোগ্য।
লেখালিখি- কবিতায় হাতেখড়ি হয়েছে সেই শৈশবেই, মায়ের হাত ধরে। মা নিজে শিশুতোষ ছড়া, কবিতা লিখে বাংলাদেশ বেতারে ছোটোদের আসরে পাঠাতেন। বেতারে প্রচারিত সেসব লেখা অন্যের কণ্ঠে শুনে প্রাণিত হয়েছেন লেখায়। স্কুল-কলেজের দেয়ালিকায়, ম্যাগাজিনে তার লেখা প্রকাশিত হয়েছে। স্বরচিত কবিতা পাঠেও সেই কৈশোরে পুরস্কার অর্জন করেছেন।
দেশ-বিদেশের বিভিন্ন জাতীয় দৈনিকের সাহিত্যপাতায় এবং লিটল ম্যাগাজিনেও তার কবিতা প্রকাশিত হয়েছে। কবিতা ছাড়াও তিনি প্রবন্ধ, নিবন্ধ ও সমালোচনা ও অনুবাদ করে থাকেন মনের আনন্দেই।
গ্রন্থ প্রকাশ- ইতোপূর্বে ২০১০, ২০১১ এবং ২০১২ সালের একুশে বই মেলায় যথাক্রমে ‘শব্দহীন শব্দেরা’, ‘প্রেমে দ্রোহে রণে’, ও ‘স্বপ্ন বিলাসে বোধন’ নামক তিনটি কাব্যগ্রন্থ সাকী পাবলিশিং ক্লাবের ব্যানারে প্রকাশিত হয়েছিল। এছাড়াও শিশুদের জন্য নীতিকথা-বিষয়ক ‘বর্ণমালায় নীতিকথা’ শিরোনামে একটি শিশুবিষয়ক গ্রন্থও প্রকাশিত হয়েছে; যা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইন্টেলেকচুয়াল প্রোপার্টি হিসেবে ব্যবহৃত হচ্ছে।
‘ক্যানপিতে রোদের মায়া’ গল্পগ্রন্থটি তার প্রথম প্রয়াস।
বর্তমানে সপরিবারে কানাডার নাগরিত্ব নিয়ে টরন্টোতে স্থায়ীভাবে বসবাস করছেন। টরন্টো’র পাবলিক স্কুলে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা-সহায়ক হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি একটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কাউনসেলিংয়ের কাজও করছেন।
There are no reviews yet.