Description
বইটির মূল লেখক এদুয়ার্দো হিউজেস গালেয়ানো একজন বিখ্যাত লাতিন আমেরিকান লেখক, সাংবাদিক, মানবাধিকার কর্মী ও রাজনৈতিক বিশ্লেষক। ১৯৪০ সালে, ৩ সেপ্টেম্বর উরুগুয়ের মন্টেভিডিও শহরে তার জন্ম। ‘দ্য ওপেন ভেইন্স ভেনিস অব লাতিন আমেরিকা’, ‘মেমরি অব ফায়ার’, ‘দ্য ফলোয়িং ডেজ’, ‘গুয়েতেমালা : ওকুপাইড কান্ট্রি’, ‘ডেজ অ্যান্ড নাইটস অব লাভ অ্যান্ড ওয়ার’, ‘সকার ইন সান অ্যান্ড শ্যাডো’, ‘মিররস’, ‘আপসাইড ডাউন’, ‘দ্য বুক অব অ্যামব্রেস’, ‘উই সে নো’, ‘ভয়েসেস অব টাইম’, ‘চিল্ড্রেন অব দ্য ডেজ : আ ক্যালেন্ডার অব হিউম্যান হিস্টরি’, ইত্যাদি তার সর্বাধিক জনপ্রিয় সাহিত্যকর্ম। ২০১৫ সালের ১৩ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। জীবদ্দশায় তিনি অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন।
বইটির অনুবাদক আসাদ মিরণের জন্ম বরিশাল জেলায়, ১৯৭৬ সালের ১ এপ্রিল। পিতা- আব্দুল খালেক মিয়া, মাতা- রাবেয়া বেগম। শৈশব আর কৈশোর কেটেছে বরিশাল শহরে। লেখা পড়ার প্রথমপর্ব বরিশালে আর স্নাতক, স্নাতককোত্তর (এমবিএ) খুলনাতে।
স্কুল জীবন থেকেই সাহিত্যের প্রতি তার প্রবল অনুরাগ। সে সময় কবিতা লিখেছেন অনেক। পড়ালেখার পাশাপাশি ক্রিকেট ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ছিল অতিমাত্রায়। ছাত্রজীবন শেষে অন্য পথ। বাঁধাধরা চাকরি না করে খুলনায় গড়ে তোলেন একটি স্বেচ্ছাসেবী সংগঠন। পরবর্তী সময়ে উন্নয়নকর্মী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি অন্য ধরনের লেখালেখিতে যুক্ত হয়ে পড়েন। বিভিন্ন সামাজিক সমস্যা, গবেষণা, পরিবেশ, জলবায়ু, পলিসি পেপার ইত্যাদি উন্নয়ন কৌশল নিয়ে বেশি লেখেন তিনি।
লেখকের পছন্দের কাজ যদি বলা হয়, তবে তা হলো বই পড়া। বিশ্ব রাজনীতি, সাহিত্য, গবেষণা, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি পড়া নিত্যকার অভ্যাস। নিজের মতো করে লিখতে, মাঝে মাঝে অনুবাদ করতেও তিনি পছন্দ করেন। তবে কোথাও প্রকাশের ব্যাপারে তাঁর দূর্বলতা সেই ছাত্র জীবন থেকে যেটি আজও কাটেনি। তিনি মনে করেন ‘‘সবাই যদি লেখে তা’হলে পড়বেটা কে?’’
লেখকের প্রকাশিত বই : –
‘পরমাণু বিজ্ঞানের নায়কেরা’, (আলোঘর প্রকাশনী )
‘জলপরী ও নীল হাঙ্গর’, (আলোঘর প্রকাশনী )
‘গভীর সমুদ্রে দুঃসাহসিক অভিযান-নীল হাঙ্গর’(আদিত্য-অনীক প্রকাশনী )।
There are no reviews yet.