বাংলাদেশে বিশ্বাসঘাতকতা ও হত্যার রাজনীতি – মাহবুবুল আলম
১৯৭৫ থেকে ১৯৮১ এই সময়কালের মধ্যে সদ্যস্বাধীন বাংলাদেশে ইতিহাসে বিশ্বাসঘাতকতা ও হত্যাকাণ্ডের শিকার হয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেল হত্যাকাণ্ড, মেজর জেনারেল খালেদ মোশাররফ, কর্নেল তাহের, রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মেজর জেনারেল মঞ্জুর, এবং সেনাবাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জেল হত্যাকাণ্ডের বিচার হলেও আজ পর্যন্ত অন্যান্য হত্যাকাণ্ডের বিচার হয়নি। সামরিক আদালতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার জন্য প্রহসনের বিচারে সামরিক বাহিনীর অনেক উচ্চপদস্থ কর্মকর্তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। যাকে আইনের দৃষ্টিতে কিছুতেই বিচার বলা যাবে না।
১৯৭৫ থেকে ১৯৮১ সকল রাজনৈতিক হত্যাকা নিয়ে একই মলাটে তেমন কোন গ্রন্থ রচিত হয়েছে বলে জানা নেই। স্বাধীনতা লাভের মাত্র ছয় বছরে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে সে’সব হত্যাকাণ্ড নিয়ে মাহবুবুল আলম-এর লেখা বই “বাংলাদেশে বিশ্বাসঘাতকতা ও হত্যার রাজনীতি ১৯৭৫-১৯৮১”। গবেষণামূলক এই গ্রন্থটি উৎসুক পাঠক, গবেষক ও ইতিহাসের ছাত্রদের কাজে আসবে বলে আমাদের একান্ত বিশ্বাস। তাই আমাদের প্রকাশনী থেকে গ্রন্থটি প্রকাশে উদ্যোগী হয়েছি। গ্রন্থটি পাঠকপ্রিয় হলে লেখকের পাশাপাশি আমরাও আনন্দিত হবো।
Bangladeshey Biswasghatokata O Hattar Rajniniti By Mahbubul Alam