Description
চিরায়ত বাংলার এক ভূমিহীন বর্গাচাষী ভবেশ মণ্ডল। প্রাণপণ পরিশ্রমে যে বছর প্রথম নিজে ফসল ফলায় ঠিক সেই বছর শুরু হয় মুক্তিযুদ্ধ। নিজের অঙ্গ-প্রত্যঙ্গের মতো প্রিয় ফসল ফেলে রেখে প্রাণ বাঁচাতে পাড়ি দেয় ভারতে। পথিমধ্যে আত্মজা বিনা চিকিৎসায় মারা গেলে তাকে একরকম ফেলে রেখে শরণার্থী শিবিরে গিয়ে ঠাঁই নেয়। মুক্তিযুদ্ধ শেষে একবুক স্বপ্ন নিয়ে স্বাধীন দেশে ফিরে এসে শুরু করে জীবনযুদ্ধ। কিন্তু অচিরেই স্বপ্নভঙ্গ হয়। এমনকি তার উত্তরপুরুষের সাথেও মতের মিল হয় না। নিজের তিল তিল পরিশ্রমে গড়ে তোলা বিশাল সংসার একসময় ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়। উপন্যাসের নায়ক সৌমিত্র শেখর ঘড়ির কাঁটায় ছুটে চলা সময়ের প্রতিনিধি হলেও আবহমানকালের বঙ্গনারীর প্রতিচ্ছবি পল্লবীর ভালোবাসায় স্থিরতা খুঁজে পায়। মার্কিন মুলুকের রঙিন হাতছানি উপেক্ষা করে তাকে নিয়ে ঘর বেঁধে স্বদেশে থেকে যাবার সিদ্ধান্ত নেয়। তাকে ঘিরে এদেশে বসবাসের স্বপ্ন দেখে আরেক দুঃসাহসী যুবক মুক্ত, যার পরিচয় ‘যুদ্ধশিশু’। এই নিয়ে ক্রমশ এগিয়ে চলেছে উপন্যাসের কাহিনি।
There are no reviews yet.