Description
ভূমিকা
আমার গল্পগুলো নিয়ে আমি প্রথমে যে কথাটা বলব সেটি হচ্ছে আমি গল্প বেশি লেখিনি। গল্প লেখার চেষ্টা করেছি। আমার প্রিয় লেখক সুনীল গঙ্গোপাধ্যায়, হুমায়ূন আহমেদ আর রবীন্দ্রনাথ বরাবরই অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। ছোটগল্পগুলো পড়তে পড়তে এক রাতে ইচ্ছা করল, কিছু ছোট গল্প লিখে ফেলি। সেই ভাবনা থেকেই বেশ কিছু ছোটগল্প লিখে ফেললাম। প্রমথ চৌধুরী ছোটগল্পের সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ‘ছোটগল্পকে ছোট হতে হবে এবং গল্প হতে হবে। এই দুটিই শর্ত।’ আমি যখন কোনো ছোটগল্প লিখতে বসি তখন আমার মনে পড়ে রবীন্দ্রনাথ নিজেই তাঁর ছোটগল্পের একটা সংজ্ঞা দিয়েছিলেন যে, ছোট ছোট দুঃখ-কথা থাকবে, নিতান্তই সহজ-সরল হবে অর্থাৎ খুব বেশি বাগাড়ম্বর থাকবে না, আর শৈলীর নামে শৈলী নির্ভরতাটা থাকবে না। ছোটগল্পের ভুবনটা হবে এ রকম যে, একটা আখ্যান থাকবে এবং যে ভাষাটি ব্যবহৃত হবে সেটি হবে জীবনের সঙ্গে সম্পৃক্ত একটা ভাষা, যেটি পণ্ডিতি বা পোশাকি ভাষা নয়, যে ভাষাটি মানুষ দৈনন্দিন জীবনে ব্যবহার করে। আর সবচেয়ে বড় জিনিস যেটি তিনি বলেছিলেন, ছোটগল্পের অভিঘাতটা হবে যে, ‘শেষ হইয়াও হইল না শেষ।’
এই গ্রন্থের প্রতিটা গল্পই ভিন্ন রকমের এবং খুব সহজ সরলভাবে তা আমি লিখতে চেষ্টা করেছি। প্রতিটা গল্পই বিভিন্ন বøগে প্রকাশিত হয়েছে। লেখাগুলো যেন বøগ থেকে না হারিয়ে যায়, তাই বই আকারে প্রকাশের প্রয়োজনীয়তা অনুভব করি। আমি কিছু লেখার সময় খুব সাবধান থাকি, কেউ যেন আমার লেখা পড়ে বিরক্ত না হয়। বরং নাগরিক ব্যস্ততায় কিছু আনন্দ যেন পায়। প্রতিটি গল্পই নানা রকম এবং বিচিত্র প্রসঙ্গ নিয়ে লেখা। এই বইটি আমার প্রথম গল্পগ্রন্থ। বইয়ের গল্পগুলো দক্ষতা এবং যতেœর সঙ্গে প্রæফ দেখে জাহাঙ্গীর ভাই বইটি প্রকাশের পথ সহজ করে দিয়েছেন। সে জন্য তাকে অনেক ধন্যবাদ।
গত বছর (২০১৫ ইং) বইমেলায় আমার প্রথম বই ‘বিকল্পহীন রবীন্দ্রনাথ’ প্রকাশিত হয়। কথাসাহিত্যিক স্বকৃত নোমান ভাই হাসি মুখে বইটি প্রকাশের ব্যবস্থা করে দিয়েছিলেন। তিনি ছাড়া এই বই প্রকাশ করা সম্ভব ছিল না। তাই নোমান ভাইয়ের কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ।
গল্পগুলো লিখতে যারা আমাকে বিশেষভাবে উৎসাহিত করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। এই গ্রন্থে প্রেম-ভালোবাসা ছাড়াও সাইন্সফিকশনও রয়েছে। প্রতিটি গল্পে আমি চেষ্টা করেছি মানুষের মনের গোপন কথাগুলো প্রকাশ করতে। গ্লানিময় জীবনের দুঃখ-কষ্ট আর আনন্দের চিত্রগুলো ফুটিয়ে তুলতে। আর একটা কথা, এই বইয়ে আমার বেশ কিছু প্রিয় কবিতা আর গান ব্যবহার করেছি।
রাজীব নূর খান
ঢাকা।
There are no reviews yet.