
সোলায়মান সুমন (Sulaiman Suman)। জন্ম- ১৯৭৯, ১ মে চাঁপাইনবাবগঞ্জের ছোট্ট শহরের নানাবাড়িতে। এই জেলা শহরে কেটেছে শৈশব। বাবার নাম আখতারুল ইসলাম, মাতা হোসনে আখতার। স্ত্রী খাইরুন নেসা লাবণীর সাথে ২০০৪ সালের ১৬ই জুন থেকে এক সাথে পথ চলা। দুই ভাই বোনের মধ্যে বড়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. শেষে ঢাকায় পেশা জীবনের শুরু। শিক্ষকতা ও সম্পাদনা জীবন-জীবিকা। প্রকাশিত গ্রন্থ: মুই তোরে কোচপাং (গল্পগ্রন্থ, ২০০৯), পঞ্চায়ুধ (সম্পাদিত গল্প সংকলন, ২০১১), ছায়াগুলো জেগে থাকে (গল্পগ্রন্থ, ২০১৪); বাংলাসাহিত্যের সেরা গল্প (সম্পাদিত গল্প সংকলন ২০১৫), মৃত্যুখেকো মানুষগুলো (গল্পগ্রন্থ, ২০১৭), পিনুমামর এ্যাডভেঞ্চার (২০১৯), উজানের মানুষ (২০২১)।