আনোয়ার হোসেন বাদল, কবি ও কথাসাহিত্যিক। ১৯৬৫ সালের ০১ মে পটুয়াখালী জেলার পায়রা তীরবর্তী রাজগঞ্জ গ্রামে তার জন্ম। পৈত্রিক জমিজমাসহ গ্রামটি নদীতে বিলীন হয়ে গেলে শৈশবেই কাঁধে তুলে নেন বাবার সংসার।
জীবনযুদ্ধে সামরিক বেসামরিক নানাবিধ পেশায় কাজ করেন তিনি। পেটের তাগিদেই ঘুরে বেড়ান জনপদ থেকে জনপদে। সঙ্গত কারণেই নানান শ্রেণি-পেশার মানুষের সাথে মিশে সংগ্রহ করেন বিচিত্র সব অভিজ্ঞতা। পড়াশোনার পাশাপাশি লেখালেখির সাথে জড়িয়ে যান শৈশবেই।
মাত্র বাইশ বছর বয়সেই বিয়ে। একটি ভবঘুরে যাপনের পরও স্ত্রী সুলতানার গভীর ভালোবাসায় গড়ে ওঠে সুন্দর এক পারিবারিক জীবন। প্রগতিশীল ও মেধাবী দুই কন্যা উচ্চশিক্ষা নিয়ে কর্মজীবী। স্কুলশিক্ষিকা স্ত্রী এবং একমাত্র কনিষ্ঠ ছেলেকে নিয়ে বর্তমানে নিজ জেলায় বসবাস করছেন। লিখে চলেছেন দু’হাতে, কাজ করছেন একটি কিন্ডারগার্টেন স্কুলে।
এক জীবনের অনিয়মিত লেখালেখিতে তার প্রকাশিত গ্রন্থসংখ্যা মোট বারোÑ
১. নির্বাসিত বিপ্লবী (কাব্যগ্রন্থ)
২. অপেক্ষার প্রহর (কাব্যগ্রন্থ)
৩. একান্তে কবি ও কবিতা (কাব্যগ্রন্থ)
৪. কফিনবন্দী কবিতা (কাব্যগ্রন্থ)
৫. কাকেদের উৎসবে গণতান্ত্রিক হট্টগোল (কাব্যগ্রন্থ)
৬. শত মঞ্জরী (যৌথ কাব্য)
৭. বিবর স্বপ্ন (গল্পগ্রন্থ)
৮. বাপজানের গল্প (উপন্যাস)
৯. নাটুয়া প্রণয় (উপন্যাস)
১০. অনার্য জীবন (উপন্যাস)
১১. কৃষ্ণপক্ষের আলো (উপন্যাস)
১২. দৃষ্টিপাত দ্বিতীয় গোলক (উপন্যাস)
-জাহাংগীর হোসাইন মানিক
সভাপতি, দখিনের কবিয়াল, পটুয়াখালী
অন্তমিলের কবিতাটি ভালো লাগলো।...
রেজিস্ট্রার করে আপনার লেখা পোস্ট করুন।...
লেখক...