কর্মজীবন খুব একটা বর্ণিল নয়। ‘দৈনিক করোতোয়ায়’ সাহিত্য সম্পাদক, সাপ্তাহিক কাঁকন পত্রিকায় সহকারি সম্পাদক, সাপ্তাহিক ‘বর্তমান’ পত্রিকার ঢাকা ব্যুরোচিফ, একই সঙ্গে ঢাকা বিশ^বিদ্যালয়ে পড়াশোনা। অনিয়মিত কবিতা বিষয়ক লিটারেরি ম্যাগাজিন ‘শতবর্ষী’ (১৯৮২-৯২) এরপর কবিতা বিষয়ক দ্বিতীয় পত্রিকা ‘বহুমাত্রিক’ সম্পাদনা। বর্তমান সময় পর্যন্ত মোট চৌদ্দটি সংখ্যা (অব্যাহত)। পত্র পত্রিকায় প্রকাশিত কবিতার সংখ্যা যথেষ্ট নয়।