ইসমত আরা। জন্ম: ২১ আগস্ট ১৯৬৭ইং, লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানায় গড্ডিমারী ইউনিয়নে। শিক্ষাগত যোগ্যতা- বিএসএস। পেশা- শিক্ষকতা, সরকারি প্রাথমিক বিদ্যালয়। পিতাঃ মৃত্য ইয়াছিন আলি প্রধান শিক্ষক। মাধ্যমিক উচ্চ বিদ্যালয়। মাতা- মোছাঃ জোবেদা বেগম পেশা- গৃহিনী। এক ভাই চার বোনের মধ্যে আমি বড়। দুই ভাই বোন বুয়েট অধ্যায়ন শেষে ভাইটি ১৭ তম বি. সি. এস পাশ করে বাংলাদেশে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা। বোনটি আমেরিকার ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে পি এইচ ডি ডিগ্রী লাভ করে সেখানে একজন প্রথম শ্রেণির কর্মকর্তা এবং সেখানে সেটেল। মেজো বোন- এম এ, এম এড। একটি মাধ্যমিক স্কুলে শিক্ষকতা পেশায় আছেন। ছোট বোন এমএসসি, বিএড। ব্যাংক কর্মকর্তা। স্বামী মৃত আব্দুস ছাত্তার, সন্তান- তিন মেয়ে, এক ছেলে। বড় দুই মেয়ে মাস্টার্স পাশ। ছেলে ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরত। ছোট মেয়ে নবম শ্রেণি। লেখালেখির শুরু ছোটবেলা থেকে হলেও তেমন প্রকাশিত নয়। ৩০শে পুরোদমে লিখতে শুরু করি ডায়রির পাতায় এবং ফেসবুক সৌজন্য এনে দিল অপার প্রয়াস, পরিচিতি এবং সৌভাগ্য ২০১৫ তে। প্রকাশিত যৌথ কাব্যগ্রন্থ- সময়ের নক্ষত্র, ভোরের পাখি, হৃদয়ে বাংলাদেশ, স্বপ্ন দিগন্ত, বর্ষা বরণ, বর্ষা উৎসব এবং অনুপ্রাণন ত্রৈমাসিক সাহিত্য পত্রিকাসহ সাহিত্য বিষয়ক বিভিন্ন অনলাইন ম্যাগাজিন ও পত্রিকায় লিখে থাকি নিয়মিত।