ড. আবেদা আফরোজা ১৯৫৮ সালের ১২ই নভেম্বর পাবনা জেলার খয়েরসুতি নামক গ্রামে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। তার বাবা মো. ইয়ার আলী সেখ এবং মা মোসা. রিজিয়া খাতুন। তার শৈশবকাল কেটেছে এই গ্রামেরই নির্জন পরিবেশে–একদিকে আম, জাম. কাঁঠাল, লিচু, পেয়ারা, বরই আর তাল-তমালের ছায়ায়, অন্যদিকে নানী-খালা আর মামা-মামীর স্নেহচ্ছায়ায়। তখন তার প্রতি দিবসের শৈশবের অবিচ্ছেদ্য রুটিন ছিল গাছে-চড়া, মাছ-ধরা, পাখির বাসা খোঁজা, কুতকুত-গোল্লাছুট- দাঁড়িয়াবান্ধা-রুমালচোর খেলা আর একাকি বনে-বাদাড়ে ঘুরে বেড়ানো। খয়েরসুতি জুনিয়র হাইস্কুলে তার আনুষ্ঠানিক পড়ালেখার সূচনা। সপ্তম শ্রেণিতে উত্তীর্ণ হওয়ার পর তিনি স্থায়ীভাবে বসবাস করেন পাবনা জেলার উপকণ্ঠে অবস্থিত চকপৈলানপুর (নয়নামতি) নামক গ্রামে, তার দাদাবাড়িতে। অতঃপর পাবনা আদর্শ গার্লস হাইস্কুল থেকে এস.এস.সি (১৯৭২), পাবনা সরকারী এডওয়ার্ড মহাবিদ্যালয় থেকে এইচ.এস.সি (১৯৭৪) ও বাংলা ভাষা ও সাহিত্যে অনার্স (১৯৭৭) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এম.এ ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এম.ফিল (১৯৮৮) এবং ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আই.বি.এস), থেকে পি.এইচ.ডি (১৯৯৫) ডিগ্রী অর্জন করেন। পেশাগত জীবনে তিনি পাবনার আতাইকুলা-মাধপুর আমেনা খাতুন মহাবিদ্যালয, পাবনা ক্যাডেট কলেজ (খণ্ডকালীন) ও বেরুয়ান মহিলা কলেজে অধ্যাপনা করেন। বর্তমানে তিনি সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের ভাষা-যোগাযোগ ও সংস্কৃতি বিভাগে সিনিয়র সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ইতঃপূর্বে ২০১৩ সালে বাংলাদেশের মহিলা-রচিত উপন্যাসে বিষয়-বৈচিত্র্য ও জীবন-চিন্তা: ১৯৪৭-৮৭ নামক পি-এইচ.ডি গবেষণা– অভিসন্দর্ভটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েেেছ। তাছাড়া দেশের বিভিন্ন জাতীয় পর্যায়ের পত্র-পত্রিকায় তাঁর অনেক প্রবন্ধ-নিবন্ধ ছড়িয়ে-ছিটিয়ে আছে।