লেখক পরিচিতি: ‘ফারহানা আকতার খাঁন (বীথি)’-এর জন্ম ১১ এপ্রিল, ১৯৭৭। শিশুকাল কেটেছে তাঁর নিজগ্রামের নানাবাড়িতে। তাঁর নানাবাড়ি (চেয়ারম্যান বাড়ি) ছিল বাংলাদেশের শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার নাগেরপাড়া গ্রামে। বাবা সরকারি চাকুরীজীবী হওয়ার কারণে তাঁর শৈশব ও কৈশোর কেটেছে বাংলাদেশের বিভিন্ন জেলার ক্যান্টনমেন্টে।
শিক্ষা: স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ে তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন। তিনি এস.এস.সি এবং এইচ.এস.সি উভয় পর্যায়ে বোর্ড স্কলারশিপসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এবং স্কুলজীবন থেকে বিশ্ববিদ্যালয় জীবন পর্যন্ত সরকারি স্কলারশিপসহ ফুল-ফ্রি স্টুডেন্টশিপে পড়াশোনা করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ‘মার্কেটিং স্টাডিজ ও ইন্টারন্যাশনাল বিজনেস’Ñবিষয়ে বিবিএ (অনার্স) এবং একই বিষয়ে এমবিএ ডিগ্রি লাভ করেন।
পেশা: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ (অনার্স) ও এমবিএ ডিগ্রি লাভের পর ২০০৬ সাল থেকে আজ ১২ বছর যাবত তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন। ‘ফারহানা আকতার’ বর্তমানে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ ও আর্মি ইন্সিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্টেশন (এআইবিএ)-এ ‘সহকারী অধ্যাপক এবং রেগুলার পরীক্ষক’ হিসেবে শিক্ষকতা করছেন এবং এর পাশাপাশি তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ‘ভিজিটিং ফ্যাকাল্টি’ হিসেবেও কাজ করছেন। এর পূর্বে তিনি অতীশ দীপঙ্কর ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, দি মিলেনিয়াম ইউনিভার্সিটি, উত্তরা ইউনিভার্সিটি, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, দারুল ইহসান ইউনিভার্সিটি ও গণবিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের বিভিন্ন লিডিং প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতা করেছেন। ‘প্রোগ্রাম অ্যাংকরিং অ্যান্ড নিউজ প্রেজেনটেশন’ কোর্সের ওপরNational Institute of Mass Communication (NIMCO) থেকে ও তিনি সার্টিফিকেট অর্জন করেন। তিনি Chittagong University Batch-31st Club Ltd., University Grants Commission (UGC)-Library, Bangla Academy-এর Life-time Member. গবেষণার কাজে তিনি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গেও জড়িত রয়েছেন। International Business, Business Policy & Strategy, Corporate Governance Management System, Bicameral Legislature Parliamentary System and Re-formation the Higher Education System in Bangladesh-ইত্যাদি বিষয়ে তাঁর গবেষণার আগ্রহ রয়েছে। অনার্স ও মাস্টার্স প্রোগ্রামের বিজনেস স্টাডিজের স্টুডেন্ট ও অ্যাক্সিকিউটিভদের (e.g.BBA, MBA, BBS, MBS, CA, ICMA Students) জন্য তাঁর নিজের লিখা যে টেক্সট বুকগুলো সম্পাদনা ও প্রকাশের অপেক্ষায় রয়েছে, সেগুলো হচ্ছে-1. Human Resource Management (An Introductory Discussion), 2. International Business Management, 3. Brand Management & 4. Introduction To Finance. বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষকতার পাশাপাশি তিনি নিজেকে একজন দক্ষ ও যোগ্য একাডেমিসিয়ান হিসেবেও তাঁর ক্যারিয়ার গড়ে তোলেন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে অ্যাকটিভ মেম্বার ও চেয়ারপারসন, বিভাগীয় একাডেমিক জার্নালের সহকারী এডিটর, বিভাগীয় প্রধান এবং অ্যাকটিং ডিনের দায়িত্ব পালনসহ তাঁর পঠিত বিষয়ের ওপর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার পেপার প্রজেন্টেশন করেছেন এবং করছেন। দেশীয় ও আন্তর্জাতিক জার্নালে তাঁর পঠিত বিষয়ের ওপর একক লেখক হিসেবে তাঁর বেশ কয়েকটি পাবলিকেশনস্ রয়েছে।
অন্তমিলের কবিতাটি ভালো লাগলো।...
রেজিস্ট্রার করে আপনার লেখা পোস্ট করুন।...
লেখক...