ফেরদৌস নাহারের জন্ম, বেড়ে ওঠা সবই বাংলাদেশের রাজধানী ঢাকাতে। তবু নির্দিষ্ট কোনো জেলা নয় পুরো দেশটাকেই বাড়ি মনে করেন। নেশা, দেশ-দেশান্তরে ঘুরে বেরানো ও বইপড়া। পথের নেশা তাকে করেছে ঘরছাড়া, ঘুরতে ঘুরতে এখন আটলান্টিক মহাসাগরের পাড়ে, কানাডায়। সেখানে জীবন যাপনের পাশাপাশি জীবন উৎযাপন করেন কবিতা এবং লেখালিখির খরস্রোতা নদীতে বৈঠা বেয়ে।
কবিতার পাশাপাশি ছবি আঁকেন, লেখেন গান ও নানা রকমের গদ্য। কফিশপে ধোঁয়া আর ঘ্রাণে আড্ডার ঝড় তোলেন। জীবনের রন্ধ্রে রন্ধ্রে বুনে চলেন মুক্ত চিন্তা ও উমুক্ত বোধের বুনন। নিজেকে পদ্য-গদ্যের শ্রমিক বলেন। কিন্তু সবকিছুর উপরে এক বিশ্ব বোহেময়ান কবি আর চির তারুণ্যের নাম ফেরদৌস নাহার।
এ পর্যন্ত প্রকাশিত হয়েছে ১৬টি কবিতা ও ৩টি প্রবন্ধের বই। প্রকাশিত হয়েছে বাংলাদেশ ও ভারত থেকে অসংখ্য যৌথ কবিতা সংকলন। বাংলাদেশের ব্যান্ড সংগীতের দল ‘মাইলস’-এর অনেকগুলো জনপ্রিয় গানের রচয়িতা তিনি।
কবিতার জন্য পেয়েছেন ‘রফিক আজাদ স্মৃতি পুরস্কার ২০২২’।
প্রিয় বিষয় মানুষ এবং প্রকৃতি। প্রকৃতির মাঝে সবচেয়ে প্রিয় সমুদ্র।
আরজন্মে পথ বা পাখি হয়ে জন্ম নেবার সাধ লালন করেন।
আকাশের ঠিকানা : [email protected]
অন্তমিলের কবিতাটি ভালো লাগলো।...
রেজিস্ট্রার করে আপনার লেখা পোস্ট করুন।...
লেখক...