মুহাম্মদ মঈনুল হাসান
দাদা ডা: আক্তার উদ্দিন। বাবা মো. রুহুল আমিন। মা মোমেনা সুলতানা। ছয় ভাই ও তিন বোনের মাঝে তিনি সবার ছোটো।
নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি যেখানে মেঘালয়ের পাদদেশ ছুঁয়ে ছুটে চলে ঝর্ণানদী সোমেশ্বরীর জল নিরবধি। যার দুই তীরে রোদ আর বৃষ্টির সাথে হাসে জলপাই পল্লী। এমনই এক নদীবিধৌত গ্রাম কানিয়াইল, দুর্গাপুর, নেত্রকোনায় ২ মার্চ ১৯৭৪ সালে জন্মগ্রহণ করেন। শৈশব ও কৈশোর কেটেছে দুর্গাপুরে। স্কুল কলেজের জীবন হতেই তাঁর সাহিত্যজগতে বিচরণ।
১ জুলাই ২০০০ সালে ছায়ানীড় প্রকাশনীর সহযোগীতায় তার প্রথম উপন্যাস ‘আঁচড়’ প্রকাশিত হয়। উপন্যাসটি পাঠক মহলে খুব সহজেই প্রশংসা কুড়িয়ে নেয়। প্রকাশের অপেক্ষায় দ্বিতীয় উপন্যাস ‘কেনো বলিনি’।
তিনি মনে-প্রাণে একজন শিক্ষা অনুরাগী। বর্তমানে তিনি ‘গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি স্কয়ার’ মাস্টারবাড়ি শাখার পরিচালক হিসাবে কর্মরত। লেখাকে জীবনের শেষদিন পর্যন্ত আঁকড়ে থাকতে চান। তিনি তিন কন্যা-লাভা, তাকি ও আরশি’র জনক। সাধারণ জীবন যাপন করতেই তিনি অধিক পছন্দ করেন।