মো. আরিফুল হাসান জন্মগ্রহণ করেন ১৯৯২ সালের জানুয়ারি মাসের এক তারিখ বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বারেশ্বর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে। বাবার নাম মো. মনিরুল ইসলাম এবং মা আফিয়া খাতুন। শৈশব জীবন থেকেই লেখালেখি একান্ত আপন হয়ে ধরা দেয় তার কাছে। বিগত একযুগের কাছাকাছি সময় ধরে তার সোচ্চার বিরামচিহ্নহীন প্রয়াস। প্রচেষ্টা রয়েছে সাহিত্যের সকল শাখায় কাজ করার। তার প্রকাশিত গ্রন্থ রক্তস্নানে জন্মভূমি (২০১২)। সাহিত্যের ছোটকাগজ, জাতীয় দৈনিক ও সাহিত্য পোর্টালে তিনি নিয়মিত লিখছেন।