রবিউল মাহমুদ। জন্ম: ১২ সেপ্টেম্বর ১৯৯০। জন্মস্থান ও পৈত্রিক নিবাস: চক বালুভরা, চক আতিথা, নওগাঁ। বাবা: নজরুল ইসলাম। মা: লুৎফা বেগম। ছোটবেলা থেকেই লেখালেখির সাথে নিবিড় সম্পর্ক। মেঠোপথ সবুজ অরণ্য ধানক্ষেতের সরু আলপথ কবির চিরচেনা চির-আপন। শৈশব-কৈশোর এখনো কবিকে তাড়িয়ে বেড়ায়। যান্ত্রিক জীবনে সামান্য সময় পেলেই মিশে যান গাঢ় সবুজের প্রান্তরে। ২০০৫ সাল থেকে লেখালেখিতে পুরোপুরি মনোনিবেশ। ২০১০ সালে যুক্ত হন ‘আটচালা সাহিত্য আসর নওগাঁ’তে। ২০১২ সাল থেকে ‘রূপান্তর’ সাহিত্য পত্রিকার সম্পাদনা শুরু। তিনি তার নিজগ্রামে ‘রূপান্তর পাঠাগার’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। কবি প্রতিনিয়ত মানবতার কল্যাণে নিজেকে ব্যস্ত রাখতে ভালোবাসেন। বর্তমানে তিনি লেখালেখি ও সম্পাদনার পাশাপাশি তার জঁঢ়ধহঃড়ৎ ঞঠ ইউটিউব চ্যানেলের জন্য গ্রামবাংলার বিভিন্ন বিষয় নিয়ে নাটক শর্টফিল্ম নির্মাণ এবং অভিনয় করছেন। ‘বাবা ও লাঙল বৃত্তান্ত’ এটাই কবির প্রথম কাব্যগ্রন্থ…