সুুমন শামস কবি ও কথাকার। এছাড়াও তিনি একাধারে প্রাবন্ধিক, ছড়াকার ও গীতিকার। জন্ম ৫ আগস্ট ১৯৮৭, রাজশাহী জেলার বোয়ালিয়া থানার উপশহরে। সুুমন শামস রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমএ পাস করেন প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে। বর্তমানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন।
সুমন শাম্স বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার।
টিভি নাটক ও টেলিফিল্মেও তাঁর লেখা গান প্রচারিত হয়ে থাকে।
এছাড়াও গীতিকার হিসেবে হিন্দুস্তান রেকর্ডসের সাথে কাজ করেছেন।
পুরস্কার ও সম্মাননা
শালুক সাহিত্য পুরস্কার (২০১৯)
কবি ওমর আলী পদক (২০১৯)
তূর্যনিনাদ সম্মাননা পদক (২০১৯)
কণ্ঠস্বর সম্মাননা পদক (২০১৯)
সম্পাদিত পত্রিকা ধ্রুব।
অন্তমিলের কবিতাটি ভালো লাগলো।...
রেজিস্ট্রার করে আপনার লেখা পোস্ট করুন।...
লেখক...