হাফিজ উদ্দীন আহমদ বহুমাত্রিক লেখক (জন্ম: ১০সেপ্টেম্বর, অরুণাচল, ভারত)। বাবা হবিগঞ্জের ডা. মো. আইয়ুব মিয়া, মা আসাম ডিব্রুগড়ের এলিজা বেগম। শিক্ষা: দুর্গাকুমার পাঠশালা— সিলেট, ওয়েস্ট এন্ড হাইস্কুল-ঢাকা, জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয়, করটিয়া সাদত কলেজ, চট্টগ্রাম সরকারি কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জনস ইত্যাদিতে। পাকিস্তান আমলেই ব্যবহারিক চিকিৎসা শাস্ত্রে প্রথম বাংলা প্রচলন ও চিকিৎসা বিষয়ক পরিভাষা সৃষ্টি। সাড়া জাগানো লেখা: বাংলা চর্চার এক বছর (ইত্তেফাক, ২১ ফেব্রুয়ারি, ১৯৭১)। সাড়া জাগানো গল্প: সিগারেট (নেলসন ম্যান্ডেলা প্রশংসিত)। সার্স (ঝঅজঝ) বিষয়ে পৃথিবীর প্রথম গ্রন্থ এবং বাংলায় প্রথম মৌলিক সার্জারীর পাঠ্যপুস্তক (অস্ত্রোপচারের কলা কৌশল) রচনা। জেনেভাস্থ বিশ্বসাস্থ্য সংস্থা, ভারতের একাডেমিক পাবলিশার্স, বাংলা একাডেমি, শিশু একাডেমি ইত্যাদি থেকে অসংখ্য পুস্তক প্রকাশিত। বাংলা একাডেমির শ্রেষ্ঠ বিজ্ঞান লেখকসহ বহু পুরস্কার লাভ। লন্ডনস্থ বার্কার পাবলিকেশন্স সহ যুক্ত রাজ্য, যুক্ত রাষ্ট্র ও ফ্রান্স থেকে তার বহু লেখা প্রকাশিত। জার্মান বেতার ডয়সেভেলি, বাংলাদেশ বেতার, গাজী ও সময় টেলিভিশন এবং চ্যানেল ২৪-এ তার সাক্ষাৎকার প্রচার। আমেরিকার হুজ হু ইন দি ওয়ার্ল্ডে বিশিষ্ট ব্যক্তি হিসাবে স্থান লাভ। চাকরী: লিবিয়ান সামরিক বাহিনী, বাংলাদেশ রাইফেলস, সৌদি আরব, উগান্ডা, লিবিয়া, ঢাকা মেডিকেল কলেজ, খাজা ইউনুস আলী মে. কলেজ ইত্যাদি। ম. সিকদার মে. কলেজের অধ্যক্ষ, অধ্যাপক তথা সার্জারী ও এনাটমি বিভাগের প্রধান, বর্তমানে স্টেথোস্কোপ মে. জার্নাল (ইন্ডিপেন্ডেন্ট)-এর সম্পাদক।