সহজ করে কথা বলার জন্যেও একটা প্রান্তরের
প্রয়োজন হয়। সহজ করে দেখার জন্যে-
দরকার পড়ে দুটি চোখের। অবশ্য কেউ কেউ
এক চোখ দিয়েই দুনিয়া দেখে।অন্য চোখ-
বন্ধক রাখে খেলাপি ব্যংকে, কখনও নিজেকেই
বিক্রি করে দেয়।
.
যার কিছুই থাকে না, তার বিক্রি হওয়ার
সম্ভাবনা কম! কিংবা বিকৃত উল্লাসেও
তারা ফেটে পড়তে পারে না।কারণ তাদের
জন্য বরাদ্দ থাকে নীচু আকাশের ছাদ।
©
নিউইয়র্ক / ১৫ ফেব্রুয়ারি ২০২১