দেশে শিশু ও কিশোরীদের ধর্ষণ, ধর্ষণ পরবর্তী হত্যা অথবা আত্মহত্যার ঘটনা কী ভয়াবহ আকার ধারণ করেছে সেটা আজ ২০ মার্চ ২০২১ ঢাকা থেকে প্রকাশিত একটি শীর্ষস্থানীয় দৈনিক এর শুধুমাত্র আজকের খবরগুলো পড়লেই অনুধাবন করা যায়।
দেশের শিশু- কিশোরীর নিরাপত্তাহীনতার ঘটনা একেক এলাকায় কাদের আশ্রয়-প্রশ্রয়ে হচ্ছে এটা সবার জানা।
অথচ প্রভাবশালীদের পৃষ্ঠপোষকতার কারনে পরিস্থিতির কোন উন্নতি হচ্ছে না।
এ-কারনে আগামীকালের পত্রিকায়ও হয়তো দেশব্যাপী এরকম বেশ কয়েকটা ঘটনার কথা খবর হবে।
নিরাপত্তা চেয়ে এসব খবর যে উদ্দেশে ছাপানো হচ্ছে মানুষের সেই চাওয়া কি পুরণ হবে না?
১) সিরাজগঞ্জে অপহরণের ১২ ঘন্টা পর উদ্ধার হওয়া স্কুলছাত্রী নিজ বাড়িতে ফিরেই আত্মহত্যা করেছে। বখাটে জিম ও তার বন্ধুরা তাকে বাসার সামনে থেকে অপহরণ করেছিল।
২) কালিয়াকর সিনাবহ উদ্দারটেক নামক এলাকায় জমি নিয়ে বিরোধের কারনে একজন নারী পোষাক শ্রমিককে এলাকার ৪ মাতব্বর গাছে বেঁধে নির্যাতন করেছে।
৩) গাজীপুরের শ্রীপুর উপজেলায় বান্ধবীর ভাড়া বাসায় বেড়াতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী।
৪) মাদারীপুরের শিবচরে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। এ ঘটনায় মামলা করায়, আসামীপক্ষের হুমকির কারনে গ্রাম ছাড়া হয়েছে কিশোরীসহ কিশোরীর পরিবার।
৫) এ-ছাড়া ময়মনসিংহের ভালুকায় দু’দিনে শিশুসহ তিনজন, নোয়াখালীর সুবর্ণচরে বাকপ্রতিবন্ধী তরুণী এবং ঝালকাঠির নলছিটিতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছে।
৬) নোয়াখালীর বেগমগঞ্জের সুধারাম মডেল থানা এলাকায় মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বন্ধুর মেসে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করেছে রায়হান ও তার বন্ধু সোলায়মান।