Description
আমাদের সামনে কোন উদাহরণ নেই। আমাদের কোন প্রতিযোগী নেই। আমরা ইচ্ছে করলেই প্রতিযোগিতায় নামতে পারি না। আমাদের সামনে কোন স্মরণযোগ্য, অণুকরণযোগ্য ব্যক্তি নেই। আমরা ইচ্ছে করলেই কাউকে অনুসরণ বা অনুকরণ করতে পারি না। আমাদের সামনে কোন অণুগল্পকার নেই, যাকে দেখে আমরা বলতে পারতাম- ইহা অণুগল্প, ইনি অণুগল্পকার। আমাদের সাহিত্যের ইতিহাসে অণুগল্পের রূপরেখা নিয়ে কেউ উপস্থিত হয়নি, কেউ তত্ত্ব দেয়নি, কেউ অণুগল্প বিষয়ক একটি ২ পৃষ্ঠার প্রবন্ধও প্রণয়ন করে যাননি, যদ্দুরুন আমরা কিছুটা হলেও অণুগল্পের আলোয় আলোকিত হতে পারতাম। ফলে অণুগল্প বিষয়ে আমরা রয়ে গেছি অন্ধকারে। আমাদের জ্ঞান নেই, আমাদের তত্ত্ব নেই, আমাদের অনুকরণযোগ্য কোন লেখক নেই, আমাদের কোন প্রতিযোগী নেই। এই বিশাল সাহিত্য আকাশের এক অন্ধকার প্রকোষ্ঠ ফুঁড়ে বেরিয়ে আসা, একেবারে নতুন আনকোরা মিটমিট করে জ্বলে ওঠা নক্ষত্রটির নাম- অণুগল্প। সব নক্ষত্রের চরিত্র অনুযায়ী ‘অণুগল্প’ নক্ষত্রটিরও আছে গ্র্যাভিটি বলয়। দিন যত যাচ্ছে বাড়ছে এর সীমা এবং আটকে রাখার ক্ষমতা। মিটিমিটি এই আলোর রশ্মিও প্রকাশিত হয়ে পড়ছে ক্রমশ- আকাশে আকাশে। আশা করা যায়, সত্ত্বরই এর আলোর ধারায় উদ্ভাসিত হয়ে উঠবে সৌরম-লে বসবাসকারী মানুষের হৃদয়মূল।
There are no reviews yet.