Description
শুরু থেকেই গল্পবিষয়ক লিটল ম্যাগাজিন ‘প্রকাশ’-এর লক্ষ্য ছিলো ব্যতিক্রমী ও নিরীক্ষাধর্মী লেখা প্রকাশ করার। তারই সূত্র ধরে পরবর্তী পর্যায়ে যুক্ত হয়েছে নানামাত্রিক গল্পভাষ্য, আলোচনা-সমালোচনা, পাঠক-প্রতিক্রিয়া প্রভৃতি। ‘প্রকাশ নির্বাচিত গল্পবিষয়ক প্রবন্ধ’ বইটি তারই নির্যাস হিসেবে প্রকাশিত হওয়ার প্রয়াস রাখে। এ বইয়ের বিভিন্ন প্রবন্ধে আবিষ্কৃত হয়েছে গল্পকারদের গল্পরচনার যাপনচিত্র এবং তাদের গল্পকাঠামোর বিভিন্ন প্রেক্ষাপট, যা আমাদের সাহিত্য সম্পর্কে নতুন চিন্তার যোগান দেবে। আমরা একই সঙ্গে এ বইয়ের মধ্য দিয়ে বিভিন্ন ইতিহাস, রাজনৈতিক পটভূমি, অর্থনৈতিক ও সামাজিক তথ্যেরও সন্ধান পেয়ে যাচ্ছি। এতে ধরা পড়েছে গল্পের ইতিহাস, গল্পের ধারা, সাম্প্রতিক বাংলা গল্পের গতিপ্রকৃতি ও প্রবণতা।
বাংলা সাহিত্যের উৎসাহী পাঠক, সাহিত্যের উদ্যমী শিক্ষার্থী, শিক্ষক ও অনুসন্ধিৎসু গবেষকদের জন্য নির্বাচিত লেখাগুলো সহায়ক হবে এবং তাদের উপযোগ মেটাবে। বেঁচে থাক কাল-পরিসরে গল্পসংশিষ্ট গবেষণাভাষ্য, মননঋদ্ধ রচনা। যুগ যুগ ধরে পাঠকের অন্তরে টিকে থাক সুনির্বাচিত ‘প্রকাশ’-এর আলোকোজ্জ্বল বয়ান।
sujon –
fgdfgdfg