Description
ড. সুমনা পারভীন, পিতা: মরহুম শাহাবউদ্দিন আহমেদ, মাতা: রওশন আরা বেগম; জন্ম: ২৪ শে মার্চ, দিনাজপুরের পার্বতীপুরে । স্কুল জীবনের শুরু, বেড়ে ওঠা এবং বসবাস ঢাকাতে হলেও কৌশরের মূল্যবান সাতটি বছর কাটিয়েছেন দিনাজপুর পার্বতীপুরের সাংস্কৃতিমুখর পরিবেশে। পার্বতীপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং পার্বতীপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি প্রথম বিভাগে পাশ করেন।
গ্রাজুয়েশন ডিগ্রীর জন্যে ভর্তি হন বাংলাদেশ মেডিকেল কলেজের ফিজিওথেরাপি বিভাগে। পরবর্তীতে গণ-বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ফিজিওথেরাপি ইন এ্যাডভান্স অর্থপেডিক্স এর উপর ডিগ্রি লাভ করেন। কর্মজীবনের শুরুতে বেশ কিছু দিন একটা অটিস্টিক ফাউন্ডেশনে কাজ করেছিলেন। পরবর্তীতে ইসলামি ব্যাংক হাসপাতালে জয়েন করেন এবং সিনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে কর্মরত রয়েছেন। ছোটবেলা থেকেই লেখালেখির অভ্যাস থাকলেও এইচএসসি পড়ার সময় প্রথম আলো বন্ধু সভার মধ্য দিয়েই শুরু হয় লেখালেখি। পরবর্তীতে বিভিন্ন দৈনিকে সমসাময়িক বিষয়ে ফিচার এবং স্বাস্থ্য সচেতনতামূলক বিষয়ের উপর লিখে চলেছেন। তার প্রকাশিত স্বাস্থ্য বিষয়ক দুটো বই হলো “সুস্থ থাকতে ফিজিওথেরাপি” এবং “শিশু স্বাস্থ্য ও নতুন মা-বাবা”।
There are no reviews yet.