Description
আমার ধারণা আমি কবি। কিন্তু আমার লেখা গল্পগুলি আমার কবিতার হাত ধরে পাশাপাশি হেঁটেছে লেখালেখির শুরুর দিন থেকেই। এখনো তারা পরস্পরের সঙ্গী।
কবিতায় যে ভাবনাগুলিকে আমি আটাতে পারিনি তাদের বিস্তৃতির জন্য, সেগুলিই গিয়ে আশ্রয় নিয়েছে আমার গল্পে। অর্থাৎ ফর্মকে গুরুত্ব না দিয়ে ভাবনাটাকেই কোলেপিঠে মানুষ করেছি। অবশ্য তাতে ফর্মও যে আক্রান্ত হয়নি, এমনটা না।
আমার গল্পগুলি লেখার সঙ্গে যেহেতু আমি জড়িত, তাই ওদের বেশ ভালো করেই চিনি। প্রত্যেকটা গল্পকেই আমার আলাদা আলাদা প্রাণী বলে মনে হয়। ওরা যেন মাইক্রোস্কোপের নলের নিচে কিলবিল করছে পেট্রিডিসে রাখা একদল ব্যাকটেরিয়ার মতো। মাঝেমাঝে মনে হয় আমি ওদের লিখিনি বরং জন্মানোর সাধ নিয়ে ওরাই আমাকে ব্যবহার করেছে। ফলে আমি আমার গল্পগুলির আজ্ঞা পালনকারী ঈশ্বর মাত্র।
এই অনৈশ্বরিক খঞ্জতা আমাকে বিব্রত করে না। বরং যে নিজে নিজে হয়ে উঠতে চায়, তার পাশে থাকার গর্ব টের পাই মনের গভীরে।
-অমিতাভ পাল
There are no reviews yet.