Description
প্রতি মুহূর্তেই আমি তৈরি থাকি নতুন কোনও গল্পের জন্যে। একটি জীবন কাটিয়ে আরেক জীবনে ঢুকে যাওয়ার গল্প। গল্পেরা এভাবেই আসে মানুষের জীবনে। আর মানুষকে নিয়তি তাড়িত হয়েই বয়ে বেড়াতে হয় এসব গল্প। কিন্তু আমি আর গল্প লিখতে চাই না। গল্পেরা আমাকে মৃত্যুর গহ্বরে ফেলে দ্যায়। তবু গল্প আমাকে লিখতেই হয়। জীবনের বিষ আমি ঢেলে দেই এসব গল্পে। তাই নির্ভার হয়ে বেঁচে থাকতে পারি।
There are no reviews yet.