Description
মঞ্জু সরকারের নতুন গল্পগ্রন্থ রূপান্তরের গল্পগাথা। গ্রন্থের অধিকাংশ গল্পে এককালীন মঙ্গাপীড়িত উত্তরবঙ্গের লোকজীবনের হারফিল চেহারা জীবন্ত হয়ে উঠেছে। রয়েছে প্রেম ও রাজনীতি নিয়েও ভিন্ন স্বাদের গল্প। গল্পগুলোকে লেখক সমাজতাত্ত্বিক ও মনোস্তাত্তিক দৃষ্টিকোণ থেকে ডিটেইল করেছেন। যা তাঁর গল্পের নিজস্ব প্রবণতা। মানবিক সম্পর্কের অধঃপতন, একা ও প্রান্তিক মানুষের মনোজগতের হাহাকার এবং সামাজিক প্রতিক্রিয়ার নিপুণ দক্ষতায় বিশ্বস্ত রূপায়ন ‘রূপান্তরের গল্পগাথা’।
There are no reviews yet.