Description
সরদার ফারুকের জন্ম ১৯৬২ সালের ৯ নভেম্বর। পৈত্রিক নিবাস বরিশালের কাশীপুর। পেশায় বিশেষজ্ঞ চিকিৎসক। ছাত্রজীবন থেকেই তিনি ছাত্র-শ্রমিক-কৃষক আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, নব্বইয়ের ছাত্র-গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক। সরদার ফারুক ১৯৮০সাল থেকেইদেশ-বিদেশের বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখছেন। তিনি ২০১৫ সালে ত্রিপুরার কমলপুর বইমেলার উদবোধক ছিলেন। কিছুদিন আগে পশিম্বঙ্গের ‘মঞ্জুশ্রী সাউ স্মৃতি কারুকথা পুরষ্কার (২০২২) পেয়েছেন।
There are no reviews yet.