Description
মৃত্যুচিন্তা যে কোনো সংবেদনশীল মানুষের স্বাভাবিক চিন্তা। একে অসুস্থতা বলা যাবে না। প্রতি মুহূর্তে আমরা অনুভব করি, জীবন; বেঁচে থাকার পক্ষে যেন যথেষ্ট নয়। ভোগ ও উপভোগ দ্বৈত সংগীত রচনা করেও দেখা যায় মাঝপথে সুর কেটে যায়, তাই মানবচিত্তে কামনার জ্বালা, দাহ থেকেই যায়; বেড়ে চলে যন্ত্রণা। এ যেনো এক মহানাদ ‘আমরা সকলে পাই 6আমাদের মৃত্যু পরোয়ানা’। অনন্ত একই ভঙ্গি থাকলে হয়তো সমগ্র কাব্যগ্রন্থটি হয়ে যেতো একই ভাবনার ফ্রেমে বন্দী দৃশ্যকল্প, তবে কবি এই গ্রন্থে শিল্পরূপের আঁটোসাঁটো গড়ন রাখেননি। তাই তা জীবনানুরাগী; পৃথিবীর রূপরসগন্ধশব্দের মায়া বন্ধন।
There are no reviews yet.