Description
শাখা-প্রশাখাহীন সরব কা-ের কা-ারী হয়ে যা প্রসব করলাম আমার কাছে তাই অণুগল্প। একটা মুহূর্ত কিংবা দিন অথবা সমস্ত জীবন সংকুচিত করে প্রকাশের কঠিন কর্মটি অণুগল্পে আনা সম্ভব, যদিও তা ছোটগল্পের ধারায় বহমান নয়। অণুগল্প লিখতে বসলে আমার এরকম অনুভূতি হয়, যেন হঠাৎ গল্পের উৎপত্তি, একঝলক ভাবনা, নিমেষেই একটা একটা বাঁক এবং শেষরেখা।
অণুগল্পে ডুব দেবো এমন ভাবিনি। মন চাইলে এক্সপেরিমেন্ট করতাম। এইসময় মঞ্চে বিলাল হোসেন, যাকে আমি আমার অণুগল্পের গুরু বলি, তাঁর আগমন। বিলাল ভাইয়ের ক্রমবর্ধমান উৎসাহে অণুগল্পের দিকে ঝুঁকে পড়ি এবং কিছু লিখেও ফেলি।
এগুলো আলোর মুখ দেখবে ভাবিনি। এক্ষেত্রে আমাদের কা-ারী অনুপ্রাণন প্রকাশন-এর কর্ণধার ‘আবু এম ইউসুফ’ ভাই। ধন্যবাদ ইউসুফ ভাই, ধন্যবাদ অণুগল্প অ্যাকটিভিস্ট বন্ধুরা। অণুগল্পের জয় হোক।
There are no reviews yet.