Description
ভূমিকা :
শারমিন রাহমানের কবিতাগুলো যেন অতলান্ত গ্রহ থেকে নেমে আসা সুতীব্র জোয়ার। বাক্যের আছড়ে পড়া প্লাবনের ঢেউ, যে প্রথমে ভাসায় আশ্রয়; সে-ই ভাটা একসময়। এর মানে বিচ্ছিন্নতা শুরু নয়; সামনেই আছে সৃজন সুনির্মাণ। কবির কবিতাগুলো পড়লে মনে হয় দেহজ-কামজ যন্ত্রণার বাইরেও যে স্বর্গীয় কোনো অনুভব থাকে তা কবির শব্দৌষধির কোমল স্পর্শাবেশের ছোঁয়া।
There are no reviews yet.