Description
গৌরাঙ্গ মোহান্ত অ্যামেরিকান কবি রবার্ট ফ্রস্টের কবিতায় চিত্রকল্প ও প্রতীকের প্রয়োগ সম্পর্কে গবেষণা করে পিএইচডি অর্জন করেন। তাঁর কাব্যের ভেতর আধিপ্রান্তর জুড়ে ছায়াশরীর (২০০৯), শূন্যতা ও পালকপ্রবাহ (২০১২), ট্রোগনের গান (২০১৬), জলময়ূরের শত পালক (২০১৬), প্রমগ্ন কবিতাবলি (২০১৭, ২০১৮), A Green Dove in Silence (২০১৮, ২০১৯), এক হরা ফাখ্তা মৌন-সা (২০১৮), পদ্মরাইজোম ও আনথিয়ার পুষ্পাধার (২০২৩) উল্লেখ্য। তাঁর গবেষণাগ্রন্থ Robert Frost: A Critical Study in Major Images and Symbols (২০০৯) এবং অনুবাদগ্রন্থ ঝলকে ওঠা স্বপ্নডাঙা (২০১৬), কর্ডোফোনের প্রতিধ্বনি (২০২৩), ঝলকে ওঠা স্বপ্নডাঙা: চীনের ট্যাং কবিতা ((২০২৪) প্রণিধানযোগ্য। যৌথ সম্পাদনার স্বাক্ষর বেগম রোকেয়া স্মারক গ্রন্থ (২০০৫) ও পুথি রহিব নিশানী: হেয়াত মামুদ (২০০৬)। গৌরাঙ্গ মোহান্তের কবিতা অন্যান্য পত্রিকার সাথে লন্ডনের Poetry Out Loud পত্রিকায় নিয়মিত প্রকাশিত হচ্ছে। ঢাকা ট্রান্সলেশন ফেস্টিভ্যালের তিনি একজন উদ্যোক্তা।
There are no reviews yet.