Description
রূপান্তরের ঘোড়া
যে দৃশ্য দেখব বলে মানুষের জঙ্গলে
ঘুরছি, তাই দেখলাম পাখির ডানায়
এপিটাফে লেখা হলো প্রেম এবং মহাকাল
জীবন শুয়ে আছে মরফিন মিডিয়ায়
অ্যাকুয়া অ্যাকুইস্টিক একটানা বাজছে
হুডিনির জাদুবিদ্যায়। আঁধার গোলক দিয়ে
খেলা দেখাচ্ছে অচেনা রিং মাস্টার
এ জন্মে কমলা রোদের খোঁজে
আইসবার্গ ভেঙে, রডোডেনড্রন জঙ্গল
পেরিয়ে ছুটছি। তাহলে কি আইসবার্গ
ভেঙে দিলেই শেষ হবে এই রক্তবাসনা
কাল পরশুর গল্প থাক, চলো আজকের
কথা বলি। ওই দেখো তেপান্তর পেরিয়ে
ছুটে আসছে রূপান্তরের ঘোড়া
এক্ষুণি বিচ্ছেদি ধরবেন রাধারমণ
There are no reviews yet.