Description
মঞ্জু সরকারের জন্ম ১ সেপ্টেম্বর, ১৯৫৩, রংপুরে।
মঞ্জু সরকার বাংলাদেশের সমাজ-সচেতন শক্তিমান কথাশিল্পী। ছোটগল্প, উপন্যাস ও শিশু-সাহিত্য রচনায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন এ যাবত প্রকাশিত অর্ধশতাধিক গ্রন্থে। সাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ১৯৯৮ সালে পেয়েছেন বাংলা একাডেমি পুরস্কার। এছাড়াও ফিলিপস, ব্যাংক ও আলাওল সাহিত্যপুরস্কার এবং শিশুসাহিত্যের জন্য অগ্রণীব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কারসহ পেয়েছেন অনেক সম্মাননা। ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের আইওয়ায় ইন্টারন্যাশনাল রাইটিং প্রোগ্রামে অংশ নিয়েছেন।
পেশাগত জীবনে সরকারি চাকরি ত্যাগের পর দুটি জাতীয় দৈনিকে এক দশক সাংবাদিকতা করেছেন। বর্তমানে স্বাধীন ও সার্বক্ষণিক লেখক।
উল্লেখযোগ্য কিছু গ্রন্থ – উপন্যাস: উজানযাত্রা, অচল ঘাটের আখ্যান, অন্তর্দাহ, বরপুত্র, আবাসভূমি, অবগুণ্ঠন, দাঁড়াবার জায়গা, প্রতিমা উপাখ্যান, সিন্দুকের চাবি, যমুনা, নগ্ন আগন্তুক, তমস ও লেখক। ছোটগল্প: অবিনাশী আয়োজন, মৃত্যুবাণ, উচ্ছেদ উচ্ছেদ খেলা, অপারেশন জয়বাংলা, রূপান্তরের গল্পগাথা, অগস্ত্যযাত্রা ও অন্যান্য গল্প। শিশু-সাহিত্য: ছোট্ট এক বীরপুরুষ, নান্টুর মেলা দেখা, মস্ত বড়লোক, যুদ্ধে যাওয়ার সময়, ডিজিটাল দীপু ও মুক্তিযোদ্ধা দাদু। আত্মজৈবনিক স্মৃতি-নিবন্ধ : পথে নেমে পথ খোঁজা।
There are no reviews yet.