Description
হয়নাকো দেখা… দার্শনিক উক্তির মতো শোনায়। মানুষের নানান চাওয়ার অন্যতম ‘মুক্তি’। কিন্তু মুক্তি কোথায়। এই সংশ্লিষ্ট প্রশ্ন ও উত্তরানুসন্ধান প্রক্রিয়া মানুষকে করে তুলেছে ধ্যানি ও আত্মমগ্ন। এইসব প্রশ্নসমূহ খুড়ে চলেছে প্রকৃত জীবনবোধের দার্শনিকতা ও জ্ঞানের সৃষ্টিশীল সুড়ঙ্গপথ। এভাবেই শহীদ ইকবালের উপন্যাস ‘হয়নাকো দেখা’ গুঢ় গভীর জীবন বোধকে উস্কে দিতে চায়। অনন্য ব্যতিক্রমী ভাষাভঙ্গির অনিন্দ্য সৃষ্টির নন্দন, উদাহরণ উপন্যাস ‘হয়নাকো দেখা’।
There are no reviews yet.