Description
ভূমিকা :
কবিতা পারস্যের মানুষের কাছে সর্বাধিক লক্ষ্যনীয় এবং সুপ্রসিদ্ধ শিল্পকর্ম। যদিও ইরানের মহান শাস্ত্রীয় কবিদের কাজ যেমন, রুমি, সাদি হাফিজ এবং খইয়াম-এর কবিতা অন্যান্য অনেকের কবিতার চাইতে বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। কনটেম্পোরারি পারসিয়ান কবিতা যেগুলো একটা আলাদা বৈশিষ্ট্য বা নিজস্বতা বহন করে, সেগুলের অধিকাংশই অনুবাদের আওতায় পড়েনি। কিন্তু যেগুলো দাবি রাখে শ্রেষ্ঠত্বের। তেমনি একজন ফারসি কবি আব্বাস কিয়ারোস্তামি। তার কিছু কবিতার ইংরেজি অনুবাদ (কারিম ইমামী ও মিশেল বিয়ার্ড অনূদিত) থেকে এর পূণর্জন্ম বাংলা ভাষায়।