Description
শুধু আমাদের অপারগতার ভেতর নিজেকে ঘুম পাড়িয়ে রাখছে বিনোদনকেন্দ্রে মানুষের মুখগুলো। এই যে আমি টয়ট্রেনে চেপে দূরে কোথাও চলে যাবার অভিনয় করে যাচ্ছি। কোথাও যেতে না পারার গল্প সত্যি হয়ে উঠছে সদাভ্রামণিক টয়ট্রেনে। আর রাস্তার নামগুলো যেন বিশ্বাসের স্রোত, তারা কায়ক্লেশে বয়ে চলেছে পুরনো কোন সত্যি কথার মতো। তারা আমাদের পাশেপাশে থাকলেও আসলে তাদের কোন গ্রাহ্যতাই নেই। শুধু কোথাও একটা ‘সা’ টিপে ধরা ছাড়া আর কোনো শব্দ নেই।
There are no reviews yet.