Description
প্রত্যেক কবি নিজের মতো করে তার অস্তিত্বকে দেখেন ও যাচাই করেন এবং তার কাছে কবিতা জীবনের স্বপ্ন দেখার জানালা যা দিয়ে সবকিছুই দেখেন ও দেখান। তাই ধরে নিতেই হয় তাঁর কবিতায় আছে বেঁচে থাকা নানা রঙমহালের কথা, আছে কবির স্বপ্নচারিতা। কথাটিতে এভাবে দেখাও দোষনীয় হবে না যে, ‘আমি স্বপ্ন দেখি ও স্বপ্ন দেখানোর ফেরিওয়ালা।’ কারণ হিসেবে বলা যেতে পারে কবি জানেন এবং দেখেছেন ক্ষুদ্ধ, রক্তাক্ত স্বদেশ ভূমিতে পদাঘাত করা ছাড়া কিছু করার নেই এক কলম দিয়ে ছোবল দেয়া ছাড়া! তাই রুখে দাঁড়াতে হয়। প্রতিবাদ করতে হয়, হাতুড়ি হাতে নিয়ে হতে হয় কারিগর। কবি রনক জামান সম্যক অবগত যে শব্দ অপ্সরীমাত্র নয়, আগুনও! তাই শব্দ মায়ায় মুগ্ধ্ না থেকে শিল্পের শানিত সত্যে ইমারত গড়তে চেয়েছেন মানুষের মননে।
There are no reviews yet.